UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প

usharalodesk
এপ্রিল ৫, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজশাহী, রংপুরসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় ও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
জানা যায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ রিক্টার স্কেল। দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, জয়পুরহাটসহ আরও কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৮ সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প অনুভূত।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম অঞ্চল।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। যার কিছুটা অনুভূত হয়েছে বাংলাদেশেও। কম্পন বেশি অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প।

(ঊষার আলো-এমএনএস)