UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতিতে দলের সিদ্ধান্ত চুড়ান্ত :সিটি মেয়র তালুকদার খালেক

koushikkln
মার্চ ২২, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : রাজনীতিতে ব্যক্তিগত আশা-প্রত্যাশা থাকতে পারে কিন্তু দলের সিদ্ধান্ত চুড়ান্ত। যারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছে তারা আন্দোলন সংগ্রামের পরিক্ষীত বন্ধু। আওয়ামীলীগের আদর্শে বিশ্বাস করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছেন সেটি মনে নিয়ে অন্যরা ২৪ মার্চের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সবার আশা পূর্ণ হয়না। নৌকার জন্য কাজ করেন। প্রার্থী অপছন্দের হতে পারে কিন্ত নৌকা প্রতীকতো অপছন্দের না। ২২ মার্চ সোমবার দুপুরে দলীয় কার্য্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মোংলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
সোমবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ইজারদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান সেখ আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নার্জিন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার,  চেয়ারম্যান পদে নতুন করে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া প্রার্থী উৎপল মন্ডল, ইকরাম ইজারদার, উদয় শংকর বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, ইজারদার বুলবুল আহমেদ, তরফদার মোত্তলিব মুক্ত, মোঃ আবু হানিফ, পৌর কাউন্সিলর এস এম কবির হোসেন, কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, কাউন্সিলর বাহাদুর মিয়া, কাউন্সিলর মজনু গাজী প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র আরো বলেন জনপ্রতিনিধি এবং দলীয় নেতাদের দায়িত্ব হলো এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখা। বিশৃংখলা করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই দায়িত্ব নিতে হবে। তিনি আরো বলেন একতরফা নির্বাচন নয় উৎসব মুখর পরিবেশ চাই। প্রার্থীদের ভোটারের বাড়ী বাড়ী যেতে হবে। ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেন। ভোট কেন্দ্রের পরিবেশ যেন সুন্দর থাকে।