UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

usharalodesk
নভেম্বর ১৩, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখ (২৩) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব রাত ১২টার দিকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার বিনোদপুর (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। তানভীর ওই এলাকার বাবু শেখের ছেলে।

নিহত তানভীরের ভাবী লিমা খাতুন বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যান। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি সব বের হয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর নেওয়ার পথে তানভীর মারা যায়।

রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর বলেন, তানভীর কয়েকদিন আগে বান্দরবানে ঘুরতে যান। আজ তিনি বাড়িতে ফেরেন। রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম আনতে গেলে তখন রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ফরিদপুর থেকে তানভীরের লাশটি নিয়ে আসা হচ্ছে। তবে  এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য রাজবাড়ী সদর থানা পুলিশ, ডিবি পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা মাঠে রয়েছেন।

ঊষার আলো-এসএ