UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতে মাঠে নামছে পিএসজি, কখন খেলবে মেসি

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফুটবলার লিওনেল মেসি। শ্বাসরুদ্ধকর কয়েকটি দিন শেষে সবকিছুই চূড়ান্ত হয়েছে। মেসিও শুরু করেছে অনুশীলন। ২১ বছরের বার্সা জীবন শেষে মেসি এখন মাঠে নামবেন নতুন পরিচয়ে নতুন ক্লাবের হয়ে।।

সেই চিরচারিত ১০ নম্বর জার্সি দেখা যাবে না তাকে, মাঠ মাতাবেন ৩০ নম্বর জার্সি পরে।মেসিকে প্যারিসের জার্সিতে দেখার জন্য ফুটবল ভক্তদের অপেক্ষা। কবে দেখা যাবে, যাদুকরী ফুটবল দিয়ে আলোর শহর মাতাতে? ইতিমধ্যে লিগ ওয়ান শুরু হয়ে গেছে। স্ট্রাসবার্গের বিপক্ষে শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টায় মাঠে নামবে পিএসজি।

আজই কী নেইমার-এমবাপ্পের সাথে দেখা যাবে মেসিকেও? এই কদিন মেসির ওপর যা ধকল গিয়েছে, তার উপর ভিত্তি করে বলা যায় মেসিকে মাঠে দেখার অপেক্ষা আরও বাড়বে ভক্তদের। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোও এমন ইঙ্গিত দিয়েছেন।

পিএসজি কোচ জানান, ‘কোপার ফাইনালের পর মাত্র ২য় দিনের মতো অনুশীলন হলো মেসির। তবে দেখার বিষয় সে কখন খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে। আমরা তার সাথে কথা বলব, জানতে চাইব তার কী প্রয়োজন ও কখন সে প্রস্তুত হতে পারে।’

(ঊষার আলো-আরএম)