UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

ঊষার আলো
জুলাই ২০, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদুল আজহার পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে গণমাধ্যমকে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

তিনি বলেন, আগামী ১৬, ১৭ এবং ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনার ফলে এই সময়ে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা স্থগিত করতে গতকাল সোমবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল ও আজ সেটা অনুমোদন দিয়েছি।

তিনি আরও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে ঈদের পরই ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

(ঊষার আলো-এফএসপি)