UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

usharalodesk
জুন ১০, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল ৯ জুন বুধবার সকাল ৯টা থেকে ১০ জুন বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা। মৃতদের ৯ জনের বাড়ি রাজশাহীতে। আর বাকি ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য জানিয়েছে।
ডা. ফেরদৌস বলেছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে মারা গেছে ৭ জন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন। স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
ডা. ফেরদৌস বলেন, আজ ১০ জুন বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনাভাইরাসের ইউনিটে রোগী ভর্তি ছিল ২৯০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছে ১৮ জন। রাজশাহীর ১৪২ জন, নওগাঁর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নাটোরের ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন, পাবনার ৩ জন ও চুয়াডাঙ্গার ১ জন।

(ঊষার আলো- এম.এইচ)