UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোজাদারদের ইফতার করালেন কাউন্সিলর বাবুলাল

koushikkln
এপ্রিল ২৪, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো. মেহেদী হাসান, মণিরামপুর :মণিরামপুরে দুস্থ রোজাদারদের দ্বারে ইফতার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন কাউন্সিলর বাবুলাল চৌধুরী। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে পৌরশহরের নিজ নির্বাচিত এলাকা ৩নম্বর ওয়ার্ডে দুস্থ ২৫ পরিবারে খেজুর, মুড়ি, কলা, পেয়ারা ও জিলাপি নিয়ে হাজির হন তিনি।

দুস্থ রেহেনা বেগম বলেন, বাবুলাল দাদা নতুন কাউন্সিলর হইছেন। তিনি অন্য ধর্মে হয়েও রোজায় আমাদের ইফতার করাচ্ছেন। আর কেউ তো আমাদের খবর নেয় না। বাবুলালের জন্য আমরা প্রাণভরে দোয়া করি। বাবুলাল চৌধুরী বলেন, নিজ অর্থায়নে ২৫ টি দরিদ্র খেটে খাওয়া পরিবারকে ইফতার করিয়েছি। আগামী শুক্রবার আরো ২৫ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার ইচ্ছে আছে।