UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর জাদুতে ফের পর্তুগালের বড় জয়

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দারুণ এক সময় যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। কিছুদিন আগেই আইরিশদের বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। আর এবার কাতারের বিপক্ষেও পেলেন গোলের দেখা।

ঘরের মাঠে রোনালদোর দিনে কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় পর্তুগাল।

ম্যাচের ৩৭তম মিনিটেই লক্ষ্যভেদ করেন সিআরসেভেন। ফলে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলের রেকর্ডটা বাড়িয়ে ১১২-তে নিয়ে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এ তারকা। তার গোলে লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতির পর ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশটির ওপর আরো চড়াও হয়ে উঠে পর্তুগাল। ৪৮তম মিনিটে গোল করে পর্তুগালকে ২-০ ব্যবধানেেআরও এগিয়ে দেন হোসে ফন্তে। আর ম্যাচের ৯০তম মিনিটে গোল করেন আন্দ্রে সিলভা। যার ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগিজরা।

(ঊষার আলো-এফএসপি)