ঊষার আলো ডেস্ক : রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আটক ২ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৩ অক্টোবর) বেলা কক্সবাজার আদালতের বিচারক তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্তরা হলেন, দুই রোহিঙ্গা মোহাম্মদ সলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩)। এর আগে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলায় (নম্বর-১২৬) ৩ জনকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন রাতে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।
(ঊষার আলো-আরএম)