UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন

ঊষার আলো
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২-এর রোহিঙ্গা আব্দুর রশিদের বসতঘরের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২-এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ক্যাম্পে কাজ করা এক এনজিওর নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

রোববার দুপুরে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ বলেন, নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী তার ডিউটি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার লাশ ক্যাম্পের আব্দুর রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন আছে। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে, সে বিষয়ে জানা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।