UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ওআইসির সমর্থন জোরদার চায় বাংলাদেশ

ঊষার আলো
জানুয়ারি ২৭, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ সংসদের তিন সদস্যের একটি দল শুক্রবার (২৭ জানুয়ারি) আলজেরিয়ায় ওআইসি সদস্য রাষ্ট্রের সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) নির্বাহী কমিটির ৪৮তম বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার বক্তব্য দেন।

তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন জোরদার করার জন্য ওআইসিকে অনুরোধ করেন।

পিইউআইসি সাধারণ সম্পাদকের সাথে আলাপকালে তিনি রোহিঙ্গা ইস্যুও তুলে ধরেন।

বাংলাদেশ দলের অন্য দুই সদস্য হলেন- আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এমপি ও এস এম শাহজাদা এমপি।
সূত্র : ইউএনবি