ঊষার আলো ডেস্ক : ভারতের ওপেনার রোহিত শর্মাকে হটিয়ে ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপটিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিউইদের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলার পথে শীর্ষস্থানে বসেন তিনি। ম্যাচটি অবশ্য হেরে যায় নিউজিল্যান্ড।
এর আগেও রোহিতকে টপকে গিয়েছিলেন গাপটিল, তবে উইন্ডিজের বিপক্ষে দারুণ খেলে ফের শীর্ষে উঠে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। এবার ফের উপরে গাপটিল।
১১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের মোট রান ৩৪৯৭। আর ১২৪ ইনিংসে ৩৪৮৭ রান নিয়ে রোহিত এখন দুই নম্বরে। এবং ৯১ ম্যাচে ৩৩০৮ রান করেছেন ভারতের আরেক তারকা বিরাট কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক-
১) মার্টিন গাপটিল- ৩৪৯৭ রান
২) রোহিত শর্মা- ৩৪৮৭ রান
৩) বিরাট কোহলি- ৩৩০৮ রান
৪) পল স্টার্লিং- ২৯৭৫ রান
৫) অ্যারন ফিঞ্চ- ২৮৫৫ রান
(ঊষার আলো-এফএসপি)