UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে এক অপহরণকারী ও মাদক বিক্রেতা আটক

usharalodesk
জুলাই ১, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : মেহেরপুর থেকে ভিকটিমকে উদ্ধার পূর্বক এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এদিকে, যশোরের শার্শা থানাধীন সেতাই গ্রাম থেকে ৩৩৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, গত ২১ জুন মেহেরপুর জেলার গাংনী থানাধীন কাথুলী এলাকা থেকে অপহৃত হয় ১৫ বছর বয়সী এক কিশোরী। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ২৫ জুন গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নং ২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯/৩০। এই প্রেক্ষিতে ১ জুলাই বেলা ১১টা ৫৫মিনিটে র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) খুলনার একটি টিম গাংনী থানাধীন পৌরসভা শাহরবাটী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন। এসময় অপহরণকারী মোঃ মাহাফুজ আলী (২৫) কে আটক করা হয়। আটককৃত মাহাফুজ রামকৃষ্ণপুর ধলা গ্রামের জাব্বার হোসেনের ছেলে। মাহাফুজকে মেহেরপুর গাংনী থানায় হস্তান্তর ও ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর পক্রিয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
অপর এক অভিযানে, ১ জুলাই দুপুর ১২টা৪৫ মিনিটে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার আভিযানিক দল যশোরের শার্শা থানাধীন সেতাই গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে রফিক মোড়লের মুদির দোকানের সামনে থেকে আসামী আনোয়ারুল ইসলাম(৩৪) কে আটক করা হয়। সে সেতাই গ্রামের মৃত. আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে। এ সময় তার নিজ দখল থেকে ৩৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শার্শা থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)