UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ চার জঙ্গি গ্রেফতার

usharalodesk
সেপ্টেম্বর ৪, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ময়মনসিংহে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ ৪ জঙ্গি সদস‌্যকে গ্রেফতার করেছে ১৪ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে ময়মনসিংহের খাগডহর এলাকায় এ ঘটনা ঘটে।র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান জানান, জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান চালানো। আমাদের টিমের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। পরে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে গুলিভর্তি বিদেশি রিভলভার, ৩টি চাপাতিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)