UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনে কর্মহীন মানুষের দুয়ারে কাঁচাবাজার পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : লকডাউনে কর্মহীন ও ঘরবন্দি মানুষের দুয়ারে দুয়ারে বিনামূল্যে কাঁচাবাজার পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড। প্রতিদিন ৫০০ নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে এ সেবা পাচ্ছে। বাজারে জনসমাগম কমাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধির।
করোনা ভয়াবহতা ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের অনেক মানুষ। এসব কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের দুয়ারে বিনামূল্যে ৮ থেকে ১০ ধরনের সবজি পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড। সংকটে দুস্থদের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে এ কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করেছে একদল তরুণ স্বেচ্ছাসেবক
তারা বলছেন, এমন বিপদে মানুষের কষ্ট কিছুটা হলেও আমরা কমাতে চাই। তাই বিনামূল্যে সবজি বিতরণ করছি।
মহামারির সময়ে যখন বন্ধ আয়ের উৎস। সংক্রমণ মুক্ত থাকার আশায় ঘরে থাকার সময়টাতে হাতের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে আনন্দিত নিম্নআয়ের মানুষেরা। এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর দাবি তাদের।
তারা বলেছে, বাজারে যাওয়ায় অনেক অসুবিধা। ঘরে বসেই খাবার পাচ্ছি। বাইরেও যাওয়া লাগছে না।
লকডাউনে নিম্ন আয়ের মানুষের দুর্দশা লাঘব এবং বাজারে জনসমাগম কমাতে এ উদ্যোগ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেছেন, মানুষ বাজারে গিয়েই বেশি আক্রান্ত হচ্ছে। বাজারে জেনো না যাওয়া লাগে তাই এই আয়োজন করা।
লকডাউন চলাকালীন প্রতিদিনই নির্দিষ্ট স্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে এসব পণ্য সংগ্রহ করতে পারবে নিম্ন আয়ের মানুষেরা।

(ঊষার আলো- এম.এইচ)