ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কান তরুণ পেসার মাথিশা পাথিরানার বয়স মাত্র ১৯। আলো কড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তার স্লিঙ্গিং বোলিং অ্যাকশন বা ইয়র্কারগুলি মনে করিয়ে দেয় শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গার কথা। মাথিশা পাথিরানা তাই পরিচিতি পেয়েছেন ‘জুনিয়র মালিঙ্গা’ নামে। শ্রীলঙ্কার তরুণ এ ফাস্ট বোলার এবার সুযোগ পেয়েছেন আইপিএলে খেলার।
অ্যাডাম মিলনের চোটের ফলে টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস।
এছাড়া যথারীতি আলো ছড়িয়েছেন আইপিএলেও। আর এবার তিনি ডাক পেলেন শ্রীলঙ্কার প্রাথমিক দলে। আলোচিত এ পেসারকে অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে রেখেছে শ্রীলঙ্কা। কিছুদিন আগেও পাথিরানাকে বেশিরভাগ মানুষ চিনতেন জুনিয়র মালিঙ্গা হিসেবেই। তার কারণ তার বোলিং অ্যাকশন অনেকটা মালিঙ্গার মত। এখন আইপিএলে প্রশংসা কুড়ানোর পর জাতীয় দলে খেলার স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে আছেন তিনি।
(ঊষার আলো-এফএসপি)