UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লবঙ্গের বিভিন্ন গুণাগুণ

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লবঙ্গ শুধু রান্নাতে ব্যবহারের জন্যই নয়, এর বাইরেও এর বিভিন্ন প্রয়োজনীতা রয়েছে। স্বাস্থ্যের জন্যও লবঙ্গ আমাদের নানাভাবে কাজে আসে। যেমন;

১- লবঙ্গ মুখে রাখলে কিংবা পানির সাথে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়।

২- দাঁতের যন্ত্রণায় কষ্ট পেলে লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা কমে শান্তি মেলে।

৩- মানসিক চাপ দূর করতে সাহায্যে করে লবঙ্গ। এটি মানুষের পঞ্চ ইন্দ্রিয়কে শিথিল রাখে। লবঙ্গের সাথে পুদিনা পাতা, তুলসি পাতা এবং দারচিনি মিশিয়ে ফ্লেভার্ড চা তৈরি করা যাবে। এটি ইন্দ্রিয়কে শিথিল রাখে।

৪- সর্দি কিংবা কাশিতে লবঙ্গ খেলে আরাম মেলে। এটি কফ দূর করে ও নিঃশ্বাসের বাজে র্গন্ধ দূর হকরে থাকে।

৫- হাল্কা গরম পানিতে ৯-১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু যোগ করে খেলে সেটা ভাইরাজ জ্বরের বিরুদ্ধে সাহায্য করে।

(ঊষার আলো-এফএসপি)