UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লস্করগাহের পুলিশ সদর দপ্তর তালেবানের নিয়ন্ত্রণে

ঊষার আলো
আগস্ট ১২, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণে নিলেন তালেবান। বৃহস্পতিবার(১২ আগস্ট) স্থানীয় একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। গতকাল (বুধবার) লস্কসরগাহের আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়।

হেলমান্দ প্রদেশের সংসদ সদস্য নাসিমা নিয়াজী জানান, বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স দখলে নেন তালেবান। ওই সময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন।

গত শুক্রবারের পর থেকে আফগানিস্তানের ৩৪টির মধ্যে ৯টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে এ দেশটি। ইতিমধ্যে তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই এখনও সংঘাত চলছে ।

(ঊষার আলো-আরএম)