সিলেট টেস্টের প্রথম দিনের শেষবেলা স্বস্তিতে কেটেছিল জিম্বাবুয়ের। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৯১ রানের জবাবে শক্ত অবস্থানেই ছিল তারা। কিন্তু দ্বিতীয় দিন সকালে নাহিদ রানার গতিতে আর ২১ রান যোগ করতেই ৩ উইকেট খুইয়ে বসে তারা। তবে শুরুর ধাক্কার পরও বাংলাদেশের সংগ্রহ টপকে লিড নিতে পেরেছে সফরকারীরা।
তবে জিম্বাবুয়ে যে লিড আরও বাড়িয়ে নিতে পারেনি, তার পেছনে বড় ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ এবং নাহিদ রানা। মিরাজ ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর নাহিদ রানার গতি সামলাতে ব্যাপক নেওয়ার পরও তাকে ৩ উইকেট উপহার দিয়েছে জিম্বাবুয়ে।
ঊষার আলো-এসএ