UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

usharalodesk
অক্টোবর ২৬, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন ও রংপুর মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার আবদুল মজিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সেখান থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর দুপুর ২টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সমাবেশে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।

ঊষার আলো-এসএ