UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ ও আহতদের জন্য সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র আন্দোলনে শহীদদের জন্য আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর বাংলাদেশের সকল মসজিদে বাদ জুম’আ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। এতে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

এই দোয়া-মোনাজাতে দেশবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে শহীদদের আত্মা শান্তি লাভ করে এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।