UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শান্তদের টিকে থাকার লড়াই দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। সমীকরণ এমন—হারলে বাদ, টিকলে টিকে থাকবে আশা। ট্রফির মিশন নিয়ে নামা বাংলাদেশ প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে। সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না। নিউজিল্যান্ডের বিপক্ষে টিকে থাকার সেই লড়াই দেখাবে তিনটি টিভি।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি টেলিভিশন—নাগরিক টিভি, টি স্পোর্টস। বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ২-এ। তাছাড়া খেলার লাইভ আপডেট ও ম্যাচের খুঁটিনাটি জানাবে।

মহারণের আগে শান্তদের স্তুতি গেয়ে সতর্ক হয়েছেন মিচেল স্যান্টনার। বড় মঞ্চে বাংলাদেশ কি করতে পারে, তা ভেবে সমীহও করছেন। বাংলাদেশের শঙ্কার জায়গা কয়েকটি—টপ অর্ডারে রান নেই, মিডল ধুঁকছে, লোয়ার অর্ডারও ঠিক সময়ে জ্বলে উঠতে পারছে না। মোদ্দাকথা কিউইদের বিপক্ষে লড়ার আগে নিজেদের নিয়েই বেশি চিন্তিত টাইগাররা।

তবে ট্রফির মিশনে নিজেদের টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই শান্তদের। এ গ্রুপে টাইগারদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, ২৭ ফেব্রুয়ারি। ভারতের কাছে হেরে বর্তমানে ব্যাকফুটে আছে শান্ত ব্রিগেড।

ঊষার আলো-এসএ