UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষিত তারিখ আবার পরিবর্তন হতে পারে।
১৫ মার্চ সোমবার সচিবালয়ে এ নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক চলছে।
তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বলেছিলেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে। তবে, ১২ মার্চ শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হতে পারে বলে মন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেছেন, এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ উর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে।

 

(ঊষার আলো-এম.এইচ)