UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে বজ্রপাতে বরযাত্রীর ১৬ জন নিহত

ঊষার আলো
আগস্ট ৪, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে ১৬ জন নিহত হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার চরপাঁকা ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।

নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথিমধ্যে বজ্রাঘাতে এদের মৃত্যু হয়েছে বলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার টিনের ঘরে আশ্রয় নেন তারা। ওই সময় বজ্রপাতে এদের মৃত্যু হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

(ঊষার আলো-আরএম)