UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

usharalodesk
অক্টোবর ১৭, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মারুফ (১৯) নামে এক কিশোরকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

মারুফ সুনামগঞ্জের জগন্নাথপুর থানাধীন গোদগাও এলাকার ডাক্তার আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানাযন, দুপুরে উপজেলার ডহরগাও এলাকায় একটি ভাড়াটিয়া বাড়িতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই বাড়ির ভাড়াটিয়া লম্পট মারুফ শিশুটিকে পাশের একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। তারা কক্ষের ভিতর থেকে লম্পট মারুফকে আটক করে। শিশুকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী মারুফকে পুলিশে দেন। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঊষার আলো-এসএ