UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ স্কুলছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে নিখোঁজের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃত জোবায়ের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। তিনি ভোলাবো শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো আসার জন্য দাউদপুর খেয়া ঘাট থেকে নৌকায় উঠে জোবায়ের ও তার বন্ধুরা। নৌকাটি নদীর মাঝামাঝিতে এলে এটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় জোবায়ের।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল জোবায়েরের খোঁজে নদীতে নামে। সকাল ৯টার দিকে ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঊষার আলো-এসএ