UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতে ব্রণ বাড়লে যা করবেন

pial
জানুয়ারি ৭, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শীতে অনেকেরই ত্বকে ব্রণ হয়। এ সময় এই বিরক্তিকর ব্রণের যন্ত্রণা থেকে দূরে থাকতে যা করবেন।

ব্রণহীন ত্বক পেতে-

ব্রণহীন ত্বক পেতে নিয়মিত নিম পাতা ও চিরতার পেস্ট তৈরি করে ত্বক পরিষ্কার করুন। আমাদের সবার রান্নাঘরেই বেকিং সোডা থাকে। কাজে খুব সহজেই পেয়ে যাবেন এটি। জানেন কি? বেকিং সোডা ব্রণ সারাতে টনিকের মতো কাজ করে। একটি বাটিতে ১ চামচ বেকিং সোডা এবং একটু পানি মিশিয়ে পেস্ট করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন, ব্রণ কমে যাবে।

যবের গুঁড়া ১ চামচ পানি দিয়ে মিশিয়ে পেস্ট করে ত্বকে মেখে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে তা ধুয়ে নিন।

অলিভ অয়েল ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ও ত্বক কোমল এবং মসৃণ হয়। এটি নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ দূর করে।

পর্যাপ্ত ঘুম, প্রচুর পানি পান আর সুস্থ জীবনযাপনের মাধ্যমেই ঘরোয়া পদ্ধতিতেই আমরা পেতে পারি ব্রণহীন সুন্দর ত্বক।

(ঊষার আলো-এফএসপি)