UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার পবিত্র ঈদুল ফিতর

usharalodesk
মে ১২, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের আকাশে বুধবার (১২ মে) কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। ফলে পবিত্র ঈদ-উল-ফিতর আগামী শুক্রবার (১৪ মে) উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার (১২ মে) সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটি সভায় ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হয়। সারাদেশ থেকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পর সাংবাদিকদের সামনে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা দেয় কমিটি।

(ঊষার আলো-এমএনএস)