UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শূন্য পদে কারা চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ঊষার আলো
সেপ্টেম্বর ২১, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের কারাগারগুলোতে চিকিৎসকের যেসব পদ শূন্য রয়েছে তা পূরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছে।

রিটকারী আইনজীবী হলেন অ্যাডভোকেট জে আর খান রবিন। তিনি জানান, প্রয়োজনীয় আরও চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে বলেছে আদালত। ‘সারা দেশের কারাগারগুলোতে ১৪১ জন চিকিৎসক প্রয়োজন ছিল। তার মধ্যে ১১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য ২৯ পদেও খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।’

উল্লেখ্য, গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মহিলা কারাগারসহ সারা দেশে মোট ৬৮টি জেলখানা রয়েছে। ওইসক কারাগারে বন্দির তুলনায় ছিল চিকিৎসক সংকট। বন্দিদের চিকিৎসা সেবা দিতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

(ঊষার আলো-আরএম)