UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শেখ লুৎফর রহমান একজন দেশপ্রেমিক আর্দশিক পিতা ছিলেন’

koushikkln
মার্চ ৩০, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

স্মরণ সভায় তালুকদার আব্দুল খালেক

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ লুৎফর রহমান একজন দেশপ্রেমিক জনদরদী ত্যাগী আর্দশিক পিতা ছিলেন। তাঁর ত্যাগ আর দেশপ্রেমের কারনেই শেখ মুজিব খোকা থেকে জাতির পিতা হয়েছেন। তিনি বঙ্গবন্ধুকে মানুষের জন্য রাজনীতি করতে ছোট বেলা থেকেই উৎসাহ দিতেন। পিতা মাতার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু অসহায় মানুষের জন্য রাজনীতি করতে শুরু করেন। তিনি আরো বলেন, পিতা মাতার অনুপ্রেরণা ও আদর্শই সন্তানকে বিশ্ব বিখ্যাত করতে পারে বঙ্গবন্ধু তার উজ্জল দৃষ্টান্ত। তিনি দলের নেতাকর্মীসহ সকল অভিভাবকের প্রতি আহবান জানিয়ে বলেন, শেখ লুৎফর রহমানের মত আদর্শিক পিতা হয়ে সন্তানদের মানুষ করতে হবে। যারা দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করে পিতা মাতার সম্মানকে উজ্জল করবে। আসুন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে শেখ লুৎফর রহমানের মত গর্বিত পিতা হতে কাজ করি।
মঙ্গলবার (৩০ মার্চ)  সন্ধ্যায় খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত পিতা শেখ লুৎফর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, এমরানুল হক বাবু, আযম খান, ওয়াহিদুল ইসলাম পলাশ, শেখ আব্দুল কাদের, এস এম হাফিজুর রহমান, কাজী কামাল হোসেন, আব্দুল কাদের শেখ, আব্দুল মালেক, ইয়াছির আরাফাত, কবীর পাঠান, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, মেহেদী হাসান, জহির আব্বাস, জব্বার আলী হীরা, সোহান হোসেন শাওন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান রাজেস, নিশাদ ফেরদৌস অনি, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
স্মরণ সভা শেষে শেখ লুৎফর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।