ঊষার আলো ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই হারিয়ে যাওয়া ফুটবল খেলা আবারও জনপ্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১৯ মে) নিয়ামতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা আছে বলেই দেশ আজ স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছে। অল্প সময়ের মধ্যেই উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের ১৩২টি দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। বাংলাদেশের উপরে যে ৪টি দেশ রয়েছে তাদের জনসংখ্যা প্রায় ৫০ হাজার থেকে দেড় কোটি। আর বাংলাদেশের জনসংখ্যা মাত্র ১৮ কোটি। জনসংখ্যার দিক থেকে বিবেচনা করলে করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের প্রথম।
(ঊষার আলো-এসএইস)