ঊষার আলো ক্রীড়া ডেস্ক : চতুর্থ ও পঞ্চম দল হিসেবে ফিফা বিশ্বকাপের নক আউট পর্বে কোয়ালিফাই করেছে নেদারল্যান্ডস ও সেনেগাল। গ্রুপ-এর শেষ রাউন্ডের ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। আর ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেনেগাল। মঙ্গলবার (২৯ নভেম্বর) একই সময়ে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
আগের দুই ম্যাচে সেনেগালের সঙ্গে জয় ও ইকুয়েডরের সঙ্গে ড্র করা নেদারল্যান্ডসের নক আউট নিশ্চিত করতে দরকার ছিল পরাজয় এড়ানো। কাতারের বিপক্ষে দুই অর্ধে দুই গোল করে পুরো তিন পয়েন্ট নিজেদের করে টেবিলের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে ডাচরা।
পুরো ম্যাচে প্রাধান্য ধরে রেখে খেলেছে নেদারল্যান্ডস। তাদের হয়ে ২৬ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন কোডি গেকপো। ওই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
বিরতির পর থেকে ফেরার পরপরই দলের লিড দ্বিগুণ করে দেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। বার্সেলোনা তারকার ৪৯ মিনিটের গোলে ম্যাচকে কাতারের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় ডাচরা।
দ্বিতীয়ার্ধে আরও একবার লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা স্টিফেন বারগুইস। তবে রিপ্লেতে দেখা যায় বারগুইস গোল করার আগে তার সতীর্থ গেকপো হ্যান্ডবল করেছেন।
ফলে ভিডিও অ্যাসিস্ট্যান্টের পরামর্শে রেফারি বাতিল করেন নেদারল্যান্ডসের তৃতীয় গোল।
তাতে জয় পেতে সমস্যা হয়নি ডাচদের। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। গ্রুপ সেরা হওয়ায় বি-গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে নকআউটে দেখা হবে তাদের। সেটা হওয়ার সম্ভাবনা আছে ইউএসএ বা ইরানের।
একই সময় গ্রুপের আরেক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর ২-১ গোলের জয়ে নেদারল্যান্ডসের সঙ্গী হয়েছে সেনেগাল।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আগে গোলের দেখা পায় সেনেগালিজরা। ইসমাইলা সার ৪৪ মিনিটে পেনাল্টি স্পট থেকে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ইকুয়েডর। মইসেস কাইসেদো ৬৭ মিনিটে গোল করলে সমতা ফেরে ম্যাচে।
দক্ষিণ আমেরিকানদের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজম করার মিনিট পাঁচেক পর কালিদু কোলিবালির গোলে লিড নেয় সেনেগাল।
শেষ ২০ মিনিট ও যোগ করা ৬ মিনিটে মরিয়া চেষ্টা চালালেও ম্যাচে ফিরতে পারেনি ইকুয়েডর। ফলে গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে নক আউটে পৌঁছে যায় সেনেগাল।