UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামনগরের যশোরেশ্বরী কালি মন্দিরে পূজা দিলেন মোদি

koushikkln
মার্চ ২৭, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বদিউজ্জামান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্রীপুর যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। মন্দিরের অভ্যন্তরে তাকে মন্ত্র পাঠ করান পুরোহিত দিলীপ কুমার মুখার্জি।
এর আগে তিনি শনিবার (২৭ মার্চ) বেলা ১০ টা পাঁচ মিনিটে এ.সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরনের পর সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে মন্দির চত্বরে আসেন। এ সময় মন্দিরের সেবাইত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা মুখার্জি ও জয়ন্ত চট্টোপাধ্যায় তাকে প্রথমে ফুল দিয়ে বরন করে নেন। এরপরই সনাতন ধর্মাবলম্বী নারীরা তাকে পুষ্প বৃষ্টি, উলু ধ্বনি, শংখ ধ্বনি ও কাঁসর বাজনার মধ্য দিয়ে স¦াগত জানান।
নরেন্দ্র মোদি সবার সাথে কুশল বিনিময় শেষে মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি শক্তিপীঠে পূজা দেন। মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষন বিশ্রামাগারে কাটানোর পর মোদি ভারতীয় গনমাধ্যমের সাথে কথা বলেন। পরে তিনি মন্দির ঘুরে দেখেন। এরপর নরেন্দ্র মোদি আবারও সবার সাথে কুশল বিনিময় করে বিদায় নেন ১০ টা ৩৫ মিনিটে।