UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্যামপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

ঊষার আলো
জুন ৪, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর শ্যামপুরে স্বামীর ছোট ভাইয়ের (দেবর) ছুরিকাঘাতে নাজমা আক্তার (৩২) নামে এক গৃহবধূ মারা গেছেন।শনিবার (৪ জুন) সকালে শ্যামপুর আইসি গেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে তাকে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত নারীর স্বামীর ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নাজমা নামে এক গৃহবধূ মারা গেছেন। তার স্বামীর নাম মৃত আবুল কাশেম সেলিম।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।এদিকে জানা যায়, সকালে আইজিগেট এলাকায় বাসায় নাজমা আক্তার রান্না ঘরে নাস্তা তৈরি করার সময় ছোট ভাই সেন্টু নাজমাকে ছুরিকাঘাত করেন। পরে তিনি হাসপাতালে মারা যায়।

ঊষার আলো-এসএ