UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় আরো ৯ জন মন্ত্রী নিয়োগ

pial
মে ২০, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কায় আরো ৯ জন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। শুক্রবার (২০ মে) তারা শপথ নিয়েছেন। এতে আগের মন্ত্রিসভার পদত্যাগের পর সরকারকে স্থিতিশীল করার চেষ্টার অংশ হিসেবে নিয়োগকৃত নতুন মন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন। এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে ৯ জন মন্ত্রীর শপথের আগে যে ৪ জন সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়, তারা সবাই ক্ষমতাসীন দলের। গত সপ্তাহেই ওই ৪ জন শপথ নেয়। এরপর আজ নতুন করে ৯ জন মন্ত্রীত্ব পেল।

নতুন মন্ত্রীদের মধ্যে ৪ জন স্বতন্ত্র সংসদ সদস্য, ৩ জন ক্ষমতাসীন দলের ও বাকি ২ জন প্রধান বিরোধী দলের সদস্য। ১২ মে শপথ গ্রহণের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহে। সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তাকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির সরকারি ভবনে এই শপথ অনুষ্ঠিত হয়।

(ঊষার আলো-এসএইস)