UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংক্রমণ বাড়লে স্কুল ফের বন্ধ: শিক্ষামন্ত্রী

usharalodesk
সেপ্টেম্বর ১১, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দীর্ঘ ১৭ মাস পর আগামীকাল (১২ সেপ্টম্বর) স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল স্কুল খুলছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বিদ্যালয় খোলার পর সংক্রমণ বাড়লে স্কুল আবারও বন্ধ করা হবে।

আজ শনিবার (১১ সেপ্টম্বর) দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোললে সংক্রমণ বাড়বে না। কিন্তু যদি দেখা যায় সংক্রমণ বেড়ে গছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে।

পরিবারের মধ্যে কেউ যদি করোনা সংক্রামিত থাকেন, তাহলে শিশুদের স্কুলে না পাঠানোর অনুরোধও করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

প্রসঙ্গত, জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য শনিবার সেখানে অবস্থান করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

(ঊষার আলো-এফএসপি)