UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সচিবদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

usharalodesk
আগস্ট ১৮, ২০২১ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দীর্ঘ ৪ বছর পর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ‘সচিব সভা’ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ আগস্ট) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সকাল ১০টায় এই বৈঠক শুরু হয়। এ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা।

এর আগে, সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ সচিবসভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। গত ৪ জুলাই সরকারপ্রধানের উপস্থিতিতে সচিবসভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতির কারণে ওই দিনের সভা স্থগিত করা হয়। লকডাউন তুলে দেওয়ায় বুধবার নতুন করে সচিবসভা অনুষ্ঠিত হচ্ছে।

জানা যায়, সচিবদের নিয়ে প্রতিবছর বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিবসভা করার এ রীতি প্রতিবছরই পালিত হয়। তবে, কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়। এবার প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব বাড়ছে। সারা বছর ১টি দিন, ১টি বৈঠকে সরকারপ্রধানকে পাওয়ার জন্য সচিবরা অপেক্ষা করেন বলে জানা গেছে। আজকের নির্ধারিত সভার জন্য পৃথকভাবে কোনো অ্যাজেন্ডা নির্ধারণ করা হয়নি।

(ঊষার আলো-আরএম)