UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি 
এপ্রিল ৬, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যাত্রীবাহি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে লাইসা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। ঘটনায় যাত্রীবাহি বাসের ১১ জন যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী আহত হয়। নিহত শিশু লায়সা মনি রাউজান উপজেলার আঁধার মানিক গ্রামের এমরানের মেয়ে। আহতের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা চালক আমীর আলীর ছেলে আবদুল্লাহ (৩৬), নিহত শিশুর মা সাহেদা আকতার (৩০), ভাই ইরফান (০৭) নানী পারভীন আকতার (৫৫), সিফু আকতার (৫৫) রয়েছেন। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাসটি সড়কের আইল্যান্ডে উঠে গিয়ে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। শিশুর মা ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।