UsharAlo logo
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারী কর্মচারী (আচারণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

ঊষার আলো ডেস্ক
জুলাই ৫, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।তিনি আজ বৃহস্পতিবার  সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

মাহবুব হোসেন বলেন, এটি যুগোপযোগী করার কার্যক্রম চলছে। সেটির অগ্রগতি জেনেছেন।  আশা করছেন দ্রুতই সেটি চূড়ান্ত হবে।বিদ্যমান শুদ্ধাচার কৌশল যুগোপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে শুদ্ধাচার কৌশলটি আছে সেটি প্রায় ১২ বছরের বেশি হয়ে গেছে। এটি এখন যুগোপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। সে প্রসঙ্গে আলোচনা হয়েছে।সচিব সভার বৈঠকে আলোচনার বিষয়বস্তুর কথা বলতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, অগ্রগতি, বাজেট ও নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া কিছু দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো যেন যত্ন সহকারে গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয় সে ব্যাপারে সভায় পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজেট বাস্তবায়নে  স্বচ্ছতার কথা বলা হয়েছে। অধস্তন যে অফিসগুলো আছে, যেখান থেকে মানুষকে সেবা দেওয়া হয়, সেই সেবাটি যেন ঠিকমতো দেওয়া হয়। সেই কাজটা যেন জোরালোভাবে তদারকি করা হয়। মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়।