UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তবসম্মত নয়: ডা. বিধান রঞ্জন

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাইমারি সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে রয়েছে। আমরাদের প্রাইমারি প্রধান শিক্ষকরা এখনো ১০ম গ্রেড পাননি। তাই প্রাইমারি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি বাস্তবসম্মত নয়। তবে তাদের দাবি অযৌক্তিক নয়।

তিনি আরও বলেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকরা যাতে ১০ম গ্রেড পান। আমরা সহকারী প্রধান শিক্ষকের পদ তৈরি করি। প্রাইমারি সহকারী শিক্ষকরা পদোন্নতি পাবেন সহকারী প্রধান শিক্ষক পদে। ক্রমান্বয়ে তারা পদোন্নতি পেয়ে ১০ম গ্রেড পাবেন। তবে এখন এ দাবি বাস্তবসম্মত নয়।

আজ রোববার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে বই উৎসব করি। বাচ্চাদের বই দিয়ে থাকে। পরিবর্তিত পরিস্থিতির কারণে বই তৈরি করা, বই ছাপাতে দিতে কিছুটা দেরি হয়েছে।

বইগুলোতে কিছু কিছু পরিবর্তন প্রয়োজন ছিল, যে পান্ডুলিপি তৈরি করা হয়েছিল তা কিছুটা পরিমার্জন করা হয়েছে। সে কারণে বিলম্ব হয়েছে। তবে দেরি হলেও আগামী বছর জানুয়ারিতেই বিনামূল্যে বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা।

এর আগে সকালে একদিনের সফরে সিলেট এসে পৌঁছান তিনি।