UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রশিদ খোকনের ১৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

usharalodesk
মার্চ ১, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ১৯তম মৃত্যুবার্ষিকী ২ মার্চ মঙ্গলবার। ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
এদিকে হারুন-অর-রশিদ খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২রা মার্চ-’২১ মঙ্গলবার খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবস্থ শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।