ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে শুধু ম্যাচসেরার পুরস্কারই ছিনিয়ে নেননি মুশফিকুর রহিম, বেশকিছু রেকর্ডেও নাম উঠেছে তার। এই যেমন এতদিন বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশিবার ম্যাচসেরার রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। তবে এবার সাকিবকে পেছনে ফেলে সর্বোচ্চ ম্যাচসেরার কীর্তি গড়লেন মুশফিক।
রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়ে তালিকার শীর্ষে এখন মুশফিক। সাদা পোশাকে এই নিয়ে সপ্তমবার ম্যাচসেরার পুরস্কার জয় করলেন তিনি।
সাকিবের তুলনায় অবশ্য ম্যাচ বেশি খেলেছেন মুশফিক। সাকিবের ৬৮ টেস্টের বিপরীতে মুশফিক খেলেছেন ৮৯ টেস্ট। ৬৮ টেস্টে সাকিব ম্যাচসেরা হয়েছেন ছয়বার।
সাকিবের পেছনে রয়েছেন ৬২ টেস্টে চারবার সেরা হওয়া মুমিনুল হক, তিনবার করে ম্যাচসেরার পুরস্কার গেছে মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের ঝুলিতে।
এছাড়া দেশের বাইরে সবচেয়ে বেশিবার সেরা হওয়ার ক্ষেত্রেও এখন এককভাবে শীর্ষে মুশফিক। বিদেশের মাটিতে টেস্টে তৃতীয়বারের মতো ম্যাচসেরা হলেন এই অভিজ্ঞ ব্যাটার।
ঊষার আলো-এসএ