UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাগর জুট স্পিনিং লিমিটেডের পাম্প চুরির ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

koushikkln
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: সাগর জুট স্পিনিং লিমিটেডের স্টোর রুম হতে ৩টি ফরমার পাম্প চুরির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। অপর এক আসামীর জবানবন্দির প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ সূত্র জানায়, ‘সাগর জুট স্পিনিং লিমিটেডের স্টোর রুম হতে ৩ টি ফরমার পাম্প চুরির ঘটনায় নিরাপত্তা কর্মকর্তা খান মাসুদ রানা বাদী হয়ে দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১টি চুরি মামলা দায়ের করেন। যার নং ৬/৫৯, তারিখ ১২/০৫/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০/৪৬১ পেনাল কোড। মামলার তদন্ত কর্মকর্তা এসআই(নিঃ) আবু রায়হান নূর গত ১৩মে ঘটনার সাথে জড়িত আসামী ইয়ামিন শেখকে(২০) গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তার জবানবন্দি নেওয়া হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর মামলার অপর আসামী মোঃ তামজীদ শেখের পুত্র মোঃ অসীম শেখকে (৩৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

ঊআ-বিএস