UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

koushikkln
জুন ১১, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মণিরামপুরে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে দ-প্রাপ্ত বিশ্বনাথ ওরুফে ভুতুকে (৫৫) গ্রেফতার করে থানার এএসআই সোহেল রানা পারভেজ। বিশ্বনাথ উপজেলার প্রতাপকাটি গ্রামের মৃত প্রফুল্ল আচার্য্যর ছেলে।
এএসআই সোহেল রানা পারভেজ বলেন, বিশ্বনাথ মোটরসাইকেল চোর চক্রের সদস্য ছিল। চুরির একটি মামলায় আদালত তাকে সাত বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। বিশ্বনাথ সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘদিন সে ভারতে পলাতক ছিল। একমাস আগে বিশ্বনাথ প্রতাপকাটি গ্রামে নিজ বাড়িতে ফিরেছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিশ্বনাথকে আদালতে সোপর্দ করা হবে,বলেন এএসআই পারভেজ।