UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

usharalodesk
জুন ২৭, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সীমান্ত জেলা সাতক্ষীরায় ১ দিনে (২৪ ঘন্টায়) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, জেলায় ১ দিনে ১১৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ ২৭ জুন রোববার সকালে সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেল মোট ৩২১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৯৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৩৯ জন।
বর্তমানে জেলায় ৮৬৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। এর মধ্যে ৪১ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকী ৯২২ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)