UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

usharalodesk
মার্চ ২৮, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে অভাবের তাড়নার মানসিক ভারসাম্য হারিয়ে আয়েশা সিদ্দিকা মিম (২২) নামে এক গৃহবধূ ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, পরিবারের দাবি তাদের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আত্মহননকারী গৃহবধূ আয়েশা সিদ্দিকা মিম কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের নুরুজ্জামানের স্ত্রী।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, নুরুজ্জামান ভাটায় কাজে গেছে। তিনি দীর্ঘদিন যাবত ভাটায় রয়েছেন। এরই মধ্যে অভাবের তাড়নায় মঙ্গলবার সকালে গৃহবধূ মিম ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে উপ পরিদর্শক নকিব জানান, বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য ওঠার ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানার একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।