UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরার তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

usharalodesk
মার্চ ১৩, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাদের সরদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।এ ঘটনায় রাজু সরদার ও ইমরান হোসেন নামে জাতপুর গ্রামের দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, তার চাচা খোদাবক্স সরদারের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। রোববার (১২ মার্চ) সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে আব্দুল কাদেরের মাথায় আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (১৩ মার্চ) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার দায়ের করা হয়েছে।

ঊষার আলো-এসএ