ক্রীড়া প্রতিবেদক : সাফ ফুটবলে শ্রীলঙ্কাকে এক গোলে হারিয়ে প্রত্যাশা অনুযায়ী শুভ সূচনা করল বাংলাদেশ। টুর্ণামেন্টের প্রথম ম্যাচে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে তপুরা অনেকটাই ছন্দহীন ছিল। অনেক সুযোগ থাকলেও পুরো ম্যাচে হয়তো গোল ব্যবধান বেড়ে যেত। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় বাংলাদেশ দল। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছেন বসুন্ধরা কিংস তারকা তপু বর্মন। যিনি একজন ডিফেন্ডার। গোল করা যাদের দায়িত্ব, তাদের পারফর্মেন্স ছিল নড়বড়ে। খেলায় মন ভরাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে পাসিং ফুটবল খেলে বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। লম্বা পাসে শ্রীলঙ্কা আক্রমণের চেষ্টা করলেও ইয়াসিন, তপু, বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক রায়হানদের নিয়ে গড়া বাংলাদেশের রণের কোনো পরীাই নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে জুয়েল রানার পরিবর্তে সাদউদ্দিনকে মাঠে নামান অস্কার ব্রুজোন। ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে তপু বর্মন গোল করে দলকে এগিয়ে দেন।
শক্তির দিক দিয়ে বাংলাদেশের (১৮৯) চেয়ে অনেক পিছিয়ে শ্রীলঙ্কা (২০৫)। ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে দুই দলের সর্বশেষ দেখায় ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে বাংলাদেশের জয় অনুমিতই ছিল। সাফের মঞ্চে জামাল ভূঁইয়াদের আসল পরীা হবে ভারত, মালদ্বীপ ও নেপালের বিপে পরের তিন ম্যাচে। কারণ তিনটি দলই র্যাংকিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে।