UsharAlo logo
সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে জামিন না দিয়ে কারাগারে পাঠালেন আদালত

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ৭, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ তাকে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার বেলা পৌনে ১২টার দিকে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। তখন তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ভুয়া ভুয়া স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন রাজিব মোল্লা নামে এক শিক্ষার্থী। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় রোববার রাতে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঊষার আলো-এসএ