UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে রেড অ্যালার্ট জারি, ছুটি বাতিল পুলিশের

usharalodesk
নভেম্বর ২৪, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার  আলো ডেস্ক : সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয়। পরে, পুলিশ, র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়। পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে, তাদের ছুটি বাতিল করা হয়েছে। এদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

জানাগেছে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদাকে বিদেশে পাঠানোর দাবিতে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তাই দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদার স্বাস্থ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব ও অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে। দেশের থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও

(ঊষার আলো-আরএম)